Skip to main content

Premium Discount Offer
- up to 100%

অষ্টম শ্রেণি-জেনারেল

অষ্টম শ্রেণির শিক্ষা হলো জুনিয়র পর্যায়ের শেষ ধাপ, যা শিক্ষার্থীদের জন্য একটি মোড় পরিবর্তনের সময়। এই শ্রেণিতে পাঠ্যসূচি আরও বিস্তৃত ও চ্যালেঞ্জিং হয়, এবং বছরের শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), কৃষি/গার্হস্থ্য বিজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে পাঠদান করা হয়। অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, সমস্যার সমাধান, বিশ্লেষণাত্মক চিন্তা ও পরীক্ষামুখী প্রস্তুতির ক্ষমতা গড়ে ওঠে।

e-Learning School (www.e-learningschool.com) এ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি উন্নত, প্রযুক্তিনির্ভর ও একীভূত শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি বিষয়ের জন্য ভিডিও ক্লাস, অধ্যায়ভিত্তিক সাজেশন, অনলাইন কুইজ, মডেল টেস্ট, ও জেএসসি পরীক্ষামুখী প্রস্তুতির জন্য বিশেষ কোর্স উপস্থাপন করা হয়েছে। ২৪/৭ সময়ে শেখার সুযোগ এবং শিক্ষার্থী বান্ধব ডিজাইন এই প্ল্যাটফর্মটিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও উপযোগী শিক্ষার মাধ্যম করে তুলেছে।

1000

Students

100

Courses

200

Reviews

20

TEACHERS

বেছে নাও তোমার বিষয়

Learn from and with the best teachers